২৯ মার্চ, ২০২৪

Siliguri: আইটি পার্কের অবৈধ কলসেন্টারে পুলিসি হানা, ৫ মহিলা-সহ ধৃত ২০
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-17 10:03:44   Share:   

অবৈধ কল সেন্টারের(Fake Call Center) পর্দা ফাঁস পুলিসের। রাতের অন্ধকারে কল সেন্টারে হানা দিল শিলিগুড়ির(Siliguri) মাটিগাড়া থানার পুলিস(Police)। ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন গুজরাতের বাসিন্দা, ৫ জন মহিলা। গোটা ঘটনায় তদন্ত চালিয়ে নিয়ে যেতে গুজরাতের দুই বাসিন্দাকে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিস। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়৷

উত্তরবঙ্গে শিল্পের প্রসারে শিলিগুড়িতে গড়ে তোলা হয়েছিল আইটি পার্ক। তবে সেই আইটি পার্কটি বর্তমানে অবৈধ কল সেন্টারের হাব হয়ে উঠেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরে বুধবার রাতে মাটিগাড়া থানা এলাকার অধীন আইটি পার্কে হানা দেয় পুলিস। অভিযান চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম, এসওজি এবং মাটিগাড়া থানার পুলিস। অভিযান চালিয়ে একসঙ্গে ২০ জনকে গ্রেফতার করে পুলিস। 

পুলিস সূত্রে খবর, ধৃত ২০ জনের মধ্যে ২ জন মূল পান্ডা। তাঁরা গুজরাতের বাসিন্দা সুনীল গুপ্তা এবং অভিষেক রাজপুত। গোটা ঘটনায় তদন্তের স্বার্থে গুজরাতের দুই বাসিন্দাকে রিমান্ডের আবেদন জানায় পুলিস। পুলিস আরও জানায়, 'ওই অবৈধ কল সেন্টারের অনলাইন মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল।' 


Follow us on :