LATEST NEWS
28 May, 2023

Nadia: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থা
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-১৮ ০৯:০২:৫১   Share:   

রাজ্যের একাধিক জেলায় দুষ্কৃতী হামলায় আতঙ্ক ছড়িয়েছে। এবার ফের দুষ্কৃতী হামলা। গতকাল রাতে নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুরুতর আহত (injured) ব্যবসায়ী সাক্ষীরঞ্জন বিশ্বাস। তিনি নাকাশিপাড়া (nakashipara) এলাকার নিশ্চিন্তপুরের বাসিন্দা। গতকাল রাতে তিনি তাঁর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তাঁর বুকের ডানদিকে লাগে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার অনেক রাতে তিনি দোকান বন্ধ করছিলেন। সেই সময় রাস্তায় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতেই লুটিয়ে পড়েন। গুলির আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস সূত্রে খবর, দুষ্কৃতীদের বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। সুলতানপুর এলাকার যেখানে গুলি চলে, সেই জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্যবসায়িক কোনও শত্রুতা থেকেই এই ঘটনা। তবে এখনও ব্যবসায়ীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিস। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :