২৫ এপ্রিল, ২০২৪

Shootout: ভাটপাড়ায় এসিপি অফিসের সামনে তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে চলেছে গুলি
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-24 15:56:32   Share:   

আবারও জগদ্দলে (Jagaddal) চললো গুলি। তৃণমূল যুবনেতা রাজ পাণ্ডেকে লক্ষ্য করে চলে গুলি। বারবার এই এলাকাতে এমন শুটআউটের (shootout) ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে জগদ্দল থানার পিছনে এবং এসিপি অফিসের সামনে তিন শুকিয়া লাইনে কালীপুজোর (kali pujo) তদারকি করছিলেন যুবনেতা রাজ। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে করে চেপে ঘটনাস্থলে আসে। এরপর হঠাত্ই রাজের মাথায় বন্দুক ঠেকায়। সেই সময় যুবনেতা হাত দিয়ে বন্দুক সরিয়ে দিলে তাঁর হাতে গুলি লাগে। রাজের সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা ঘটনাস্থলে ছুটে আসতেই দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়, এমনটাই জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।

স্থানীয় সূত্রে খবর, প্রথমে রাজ পাণ্ডেকে উদ্ধার করে ভাটপাড়ার ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। তবে ঘটনার পর জগদ্দল থানার পিছনে এবং এসিপি অফিসের সামনে এই ধরনে দুঃসাহসিক ঘটনা ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


Follow us on :