২৫ এপ্রিল, ২০২৪

Rupchand Pal: হুগলি লোকসভার সাতবারের সাংসদ রূপচাঁদ পাল প্রয়াত
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-16 17:13:12   Share:   

প্রয়াত হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত মাস ছয়েক ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়ি থেকেই চিকিৎসা চলছিল। সোমবার গভীর রাতে আচমকাই অসুস্থতা বাড়ে। ভোর রাতে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বেলা পৌনে বারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়। রূপচাঁদের মৃত্যুতে শোকস্তব্ধ বাম নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৫৮ সালে সিপিএম দলের সদস্য হন। সিপিএম জেলা কমিটির সদস্য থাকার পাশাপাশি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন তিনি। সিআইটিইউ সংগঠনের সহ সভাপতি থাকার পাশাপাশি তিনি পিআরসির সভাপতি ছিলেন। প্রথমে মগরা বাঘাটি কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে পার্টির সর্বক্ষণের কর্মী ছিলেন। সপ্তম লোকসভা নির্বাচনে ১৯৮০ সালে হুগলি লোকসভা থেকে প্রথম নির্বাচিত হন সিপিএম নেতা অধ্যাপক রূপচাঁদ পাল। ১৯৮৪ সালে জাতীয় কংগ্রেস প্রার্থী ইন্দুমতী ভট্টাচার্যর কাছে পরাজিত হন। পরবর্তী সময় আবার ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন।


Follow us on :