ভ্যাপসা গরম এতটুকুও কাটছে না। বাতাসে আর্দ্রতা (humidity) বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। এমনই পূর্বাভাস (forecast) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ বৃষ্টির (rain) জন্য সাময়িক ভাবে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরম থাকবে। মৌসম ভবনের তরফে এবার আগে বর্ষা আসার ইঙ্গিত থাকলেও আপাতত তা হতে দিচ্ছে না দক্ষিণ-পশ্চিম হাওয়া। তার জরে বঙ্গোপসাগরে গতি হারিয়েছে মৌসুমী বায়ু। ফলে ২৭ মে কেরালায় বর্ষা প্রবেশ করবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুিলতে ঝড়-বৃষ্টির পরিমান কমতে শুরু করবে। যদিও গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়। কলাকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । আন্দামানে অবশ্য এবার নির্ধারিত সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে বর্ষা । ১৫ মে থেকে আন্দামানে সক্রিয় মৌসুমী বায়ু।
মৌসুমী বায়ু গতিহারা হাওয়ায় এ রাজ্যে বর্ষার আগমন কবে হবে তার অনিশ্চয়তায় বঙ্গবাসী।