৭১ জন পড়ুয়া নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল বাস। মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর।
৭১ জন ছাত্র-ছাত্রী নিয়ে মালদহের লক্ষীপুর এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বাসটি মালদহ শহরের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরোতেই মালদহ মানিকচক রাজ্য সড়কের ধারে নয়ানজুলিতে বাসটি পড়ে যায়। বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে। এরপর ঘটনাস্থলে আসে স্কুল কর্তৃপক্ষ। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতদের। তবে নয়ানজুলিতে জল না থাকায় এবং বাসটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই ছাত্র-ছাত্রীরা। ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিসও। পুলিস সূত্রে খবর, মালদহ-মানিকচক রাজ্য সড়কে হঠাত্ই বাসের সামনে এসে পড়ে ২টি শিশু। তাদের বাঁচাতেই ব্রেক কষেন বাসচালক। তাতেই উল্টে যায় বাসটি।