দক্ষিণবঙ্গে গরম পড়েছে বলে উত্তরবঙ্গে স্কুল বন্ধ হবে কেন? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
তিনি জানান, উত্তরবঙ্গে কিছু হলে দক্ষিণবঙ্গের প্রশাসনিক কর্তাদের হেলদোল থাকে না। কিন্তু দক্ষিণবঙ্গে গরম পড়তেই উত্তরবঙ্গে স্কুল বন্ধ। তাঁর কথায়, স্কুল বন্ধের এই সিদ্ধান্ত হটকারি। আর এই সিদ্ধান্ত থেকে প্রমাণ হচ্ছে, উত্তরবঙ্গের মানুষ কেন আলাদা রাজ্য চায়।
রাজ্য ভাগ করার কথা বলে আসলে ওরা আগুন লাগানোর চেষ্টা করছে। স্কুলের ছুটির সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। স্কুলের ছুটিই এগিয়ে এসেছে। কিন্তু মোট ছুটি একই থাকছে। শিলিগুড়ির মতো জায়গার প্রতিনিধি হয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন। কটাক্ষ মেয়র গৌতম দেবের।