২৫ এপ্রিল, ২০২৪

Maldah: অরক্ষিত হাইস্কুল! একের পর এক উধাও ফ্যান, পাম্প, মিড ডে মিলের সামগ্রী
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-14 14:05:52   Share:   

অবাক কাণ্ড! আস্ত একটি স্কুল (school) থেকেই উধাও হয়ে যাচ্ছে একের পর এক সামগ্রী। কখনও সিলিং ফ্যান (Ceiling fan), তো কখনও আবার স্কুলের সাবমারসিবল পাম্প (Submersible pump)। রেহাই নেই মিড ডে মিলের (Mid day meal) খাবার সামগ্রীতেও। কিন্তু কেন এই অবস্থা? একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও খোয়া যাচ্ছে একাধিক জিনিসপত্র? কে বা কারা আছে এই ঘটনার নেপথ্যে? কিছুই বুঝে উঠতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি মালদহের (Maldah) সাহাপুর গার্লস জুনিয়র হাইস্কুলের।

স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, এই চুরির ঘটনা নতুন নয়। গত কয়েকদিনে পরপর তিনবার চুরি হয়েছে স্কুলে। বাদ পড়েনি স্কুলের মিড ডে মিলের সামগ্রী, বাসনপত্র, ইলেকট্রনিকের সরঞ্জাম। এমনকি গ্যাস সিলিন্ডার পর্যন্ত লোপাট হয়েছে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে মালদহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও মেলেনি কোনও খোঁজ। স্কুলের শিক্ষিকাদের অভিযোগ, স্কুল চত্বরে নেই সঠিক গার্ডওয়ালের ব্যবস্থা। যার জন্যই মূলত এই চুরির ঘটনা। রাতের অন্ধকারে কে বা কারা স্কুলের লোহার দরজার তালা ভেঙে চুরি হয়ে যাচ্ছে একের পর এক জিনিস। তবে পরপর তিনবার চুরি হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Follow us on :