২০ এপ্রিল, ২০২৪

Weather: মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-03 10:07:37   Share:   

সপ্তাহের প্রথম কয়েকদিন উষ্ণতা বেড়েছিল শহরের (Kolkata weather)। কিন্তু সপ্তাহান্তে চিত্রটা বদলেছে। তার মধ্যে শনিবারকে মরশুমের শীতলতম দিন (Coldest Day) ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। এদিন পারদ পতনের জেরে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ ডিগ্রির নিচে। আগামি ৪৮ ঘণ্টা ১৬ ডিগ্রির নিচে নামতে পারে পারদ সূচক। এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জানা গিয়েছে, সপ্তাহ শেষের প্রথম দিন অর্থাৎ শনিবার শহরের আকাশ পরিষ্কারই থাকবে। নেই বৃষ্টির কোনও পূর্বাভাস। 

সূত্রের খবর, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমেছে। পূর্বাভাসে বলা, কলকাতায় রাতের দিকেও তাপমাত্রা বেশ খানিকটা কমবে। শীত শীত ভাব অনুভূত থাকবে দিনের বেলাতেও।

বছরের শেষ মাসে ক্যালেন্ডারের পাতা ঢুকলেও সেভাবে ঠাণ্ডা অনুভূত হচ্ছিল না। কিন্তু চলতি সপ্তাহের প্রথম-দ্বিতীয় সপ্তাহে ধাপে ধাপে কমবে ঠাণ্ডা। হাওয়া অফিস জানিয়েছিল, মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া।


Follow us on :