২৪ এপ্রিল, ২০২৪

Arms: শাড়ি বিক্রির আড়ালে অস্ত্রের কারবার! দমদম ক্যান্টনমেন্টে টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-08 13:13:29   Share:   

বাড়ি থেকে শাড়ি বিক্রির নামে বেড়িয়ে অস্ত্র ব্যবসার দায়ে গ্রেফতার তপন সাহা নামে এক ব্যক্তি। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও মুঙ্গের থেকে অস্ত্র আনতে গিয়ে গ্রেফতার হয়েছিল তপন সাহা ওরফে তপু। তাঁর বাড়ি হাবরা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মনসা বাড়ি নতুনগ্রাম এলাকায়। এসটিএফ-র হাতে গ্রেফতার হয়েছে তপন, সেটা সংবাদমাধ্যমের থেকে জানতে পারে পরিবার।

রাজ্য এসটিএফ-র হাতে আবারও অস্ত্র-সহ গ্রেফতার অস্ত্র কারবারি। এসটিএফ সূত্রে খবর, সোমবার বিকেলে হাবড়ার মানসবাড়ির বাসিন্দা তপন সাহাকে দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল এবং দুটি আধুনিক ওয়ান শাটার বন্দুক উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি বহু দিন ধরে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত আছেন। এই ঘটনায় দমদম জিআরপিতে একটি অভিযোগ দায়ের হয়েছে। 

যদিও ধৃতর স্ত্রী জানান, তপন সাহা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত তিনি জানতেন না। ফেরি করে শাড়ি বিক্রি করতেন স্বামী। এমনটাই সংবাদ মাধ্যমের সামনে জানান অভিযুক্তর স্ত্রী। পাড়ার লোক এভাবে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত, এই খবর চাউর হতেই চাপা আতঙ্ক এলাকায়।


Follow us on :