২৮ মার্চ, ২০২৪

Arrest: হাতির মূল্যবান দাঁত পাচারের অভিযোগ, ফাঁসিদেওয়ায় গ্রেফতার তিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-20 16:40:26   Share:   

এসএসবি ও বন দফতরের যৌথ উদ্যোগে লক্ষাধিক টাকার মূল্যের হাতির (Elephant Tusk) দাঁত উদ্ধার। ঘটনাটি ফাঁসিদেওয়ার (PHD Incident) ঘোষপুকুর এলাকার। বহুমূল্যের এই দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার তিন জন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খরিবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির (SSB Jawan) জওয়নরা তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জওয়ানরা তল্লাশি চালালে বহুমূল্যের দুটি হাতির দাঁত উদ্ধার হয়েছে।

এসএসবি জওয়ানরা ঘোষপুকুর রেঞ্জের বন দফতরের সঙ্গে যোগাযোগ করলে রেঞ্জার সোনম ভুটিয়ার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছন। শুক্রবার তিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অভিযুক্তরা পিকআপ ভ্যান নিয়ে পালানোর সময় তাদের থেকে উদ্ধার হয় হাতির দাঁতগুলি।

ওই তিন অভিযুক্তের নাম অসিত টোপ্পো, অনিল ওঁরাও, পুনিলাল নাগেশিয়া। ধৃতরা সকলেই খাপরাইলের বাসিন্দা। রেঞ্জার সোনম ভুটিয়া জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিস সূত্রে খবর হাতির দাঁতগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে বন দফতর।


Follow us on :