বিয়ে বাড়ির ক্যাটারিং সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে দুই জনের। আহত ১, তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। মৃত দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দহখোলায় এক বিয়েবাড়িতে বিয়ের প্যান্ডেলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। সঙ্গে ছিলেন একজন ফুচকা বিক্রেতা। সে সময় নাকাশিপাড়া থানার অন্তর্গত যুগপুর ফ্লাইওভারে পিছন থেকে আসা একটি লরি আনুমানিক রাত ১:৩০-২ টো নাগাদ তাঁদের ধাক্কা মারে। প্যান্ডেল মালিক, তাঁর ছেলে এবং ফুচকাওয়ালা দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্যান্ডেল মালিক ও ফুচকা বিক্রেতার। গুরুতর আহত হন ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিস।
স্থানীয় মানুষের চেষ্টায় নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।