২০ এপ্রিল, ২০২৪

Accident: তৃণমূলের প্রতিবাদ সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত এক কিশোর, আশঙ্কাজনক ৪
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-29 12:49:17   Share:   

কেন্দ্রীয় সরকারের (Central Govt) দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পুকুরিয়া থানার শ্রীপুর স্ট্যান্ডে তৃণমূলের (tmc) একটি বিক্ষোভ (protest) সমাবেশ হয়। আর সেখানেই ঘটে বিপত্তি। সভায় যোগদান করে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় (accident) আহত হন ১০ জন তৃণমূল কর্মী, ঘটনাস্থলে মৃত্যু (death) হয় এক শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদহ শ্রীপুর এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি ৬ জনকে উদ্ধার করে চাঁচল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত চারজনের মধ্যে তিনজন যুবক ও একজন কিশোর। অন্যদিকে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় ওই শিশুর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

তৃণমূল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার সন্ধ্যায় পুকুরিয়া থানার শ্রীপুর স্ট্যান্ডে তৃণমূলের একটি বিক্ষোভ সমাবেশ ছিল। যেখানে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের আব্দুল রহিম বক্সী নেতৃত্বে সভা হয়েছিল। সেই মিটিং শেষ করে টোটো করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই সময় লস্করপুর থেকে শ্রীপুরের দিকে একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটো গাড়িটিকে। টোটোর মধ্যে থাকা তৃণমূলকর্মী সমর্থকরা রাস্তায় ছিটকে পড়ে যান। মৃত কিশোর বছর ১১-এর মেহবুব আলম। গুরুতর আহতরা হলেন, যুবরাজ নবী, খাদিমুল ইসলাম, সোনালী। ঘটনার পর পুলিস ঘাতক গাড়ি ও তার চালককে আটক করেছে।

পুলিস সূত্রে খবর, মদ্যপ অবস্থায় চালক গাড়ি ‌চালাচ্ছিলেন। যার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।


Follow us on :