উত্তরবঙ্গে বৃষ্টিতে নাজেহাল দশা হলেও, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টির দেখা মিললেও জুলাই মাসের শুরুতে যে হারে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, ততটা হয়নি এখনও। যদিও উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গের অনেক আগেই প্রবেশ করেছে বর্ষা। বর্ষায় ভেসেছে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জেলা।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ। পাশাপাশি জানানো হয়েছে, আগামী কয়েকদিন দু-বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ওড়িশার কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৪ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বলেই হাওয়া অফিস জানিয়েছে।
তবে পূর্ব-পশ্চিম অক্ষরেখা দক্ষিণবঙ্গমুখী। ফলে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। কলকাতা সহ আশপাশের এলাকায় দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।