দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে একটি কব্জি হারিয়েই পূর্ব বর্ধমানে নন নার্সিংয়ে চাকরিতে যোগ দিলেন রেণু খাতুন। বেশ কিছুদিন আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রেণুকে সরকারি চাকরিতে বহাল করার বিষয়ে নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি সেদিন মুখ্যমন্ত্রী বলেন, "যাদের ধরা হয়েছে, তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।" মঙ্গলবার চাকরিতে যোগ দিয়ে রেণু জানান, দীর্ঘ লড়াই করে এদিন তিনি তাঁর প্রাপ্য চাকরিতে যোগ দিলেন। এখনও লড়াই শেষ হয়নি। তিনি চেষ্টা করবেন নিষ্ঠার সঙ্গে তাঁর কাজ এগিয়ে নিয়ে যেতে। আগামী ২৭ তারিখ মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। তাঁকে ধন্যবাদ জানাতে চান তিনি।
প্রসঙ্গত, রেণুর ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁরই স্বামীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী জানান, রেণুর চাকরির ব্যবস্থা, তাঁর কৃত্রিম হাত বসানো ও চিকিৎসা খরচের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রেণুর কেন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়নি, সেটাও খতিয়ে দেখবে প্রশাসন। পুলিস ইতিমধ্যেই রেণুর স্বামী শের মহম্মদ ও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দুর্গাপুরের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রেণু। তবে নৃশংস এই ঘটনার পরেও মনের জোর হারাননি তিনি। হাসপাতালের বেডে শুয়েই বাঁ-হাতে লেখার অভ্যাস শুরু করেছিলেন তিনি।