এক যুবতীকে কাজ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের (rape) অভিযোগ উঠল পানিহাটি (Panihati) জয়প্রকাশ কলোনি এলাকার প্রবীর দে নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার পরই রাজনৈতিক চাপ বেড়েছে শাসকদলের নেতৃত্বদের।
জানা যায়, তৃণমূল নেতা প্রবীর দে জয়প্রকাশ কলোনি পাড়া কমিটির সেক্রেটারি। নির্যাতিতার অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তৃণমূল নেতা প্রবীর দে তাঁকে তাঁর বাড়িতে ডাকে। যুবতী তাঁর বাড়িতে গেলে সেই সময় তৃণমূল নেতা ঘরে মদ্যপান করছিলেন। তারপর তাঁকে কাজ দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীরদের বিরুদ্ধে খড়দহ থানায় (Khardah police station) অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা ওই যুবতী।
নির্যাতিতার আরও অভিযোগ, ঘটনার সময় তিনি যখন চিৎকার করছিলেন তখন অভিযুক্ত তৃণমূল নেতা তাঁকে ছাদ থেকে ফেলে মেরে ফেলার হুমকিও দেয়। আহত অবস্থায় ওই যুবতীকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে (Khardah Balaram Seva Mandir Hospital) ভর্তি করেছে খড়দহ থানার পুলিস। সংবাদমাধ্যমের সামনে কিছু না বললেও তৃণমূল নেতা তাঁর বিশ্বস্ত সূত্র মারফৎ জানিয়েছেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে। তাঁকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীর দে ইতিমধ্যেই পলাতক। তাঁকে খোঁজার কাজ চালাচ্ছে খড়দহ থানার পুলিস।
বিরোধী দলের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা জয় সাহা বলেন, "তৃণমূল নেতারা টাকার অহংকারে মানুষের মাথার উপরে উঠে নাচ করছে। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনও অধিকার নেই।"