বৈদ্যবাটি পুরসভা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুর বউকে ফুসলিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় পুলিস গ্রেফতার করল দু-জনকে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানান ধর্ষিতার স্বামীর। অত্যন্ত তৎপরতার সাথে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুর থানা এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে এবং তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
ধর্ষিতার স্বামীর অভিযোগ, তার নিজের এক বন্ধু ও তার পরিচিতরা স্ত্রীকে ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যায়। সেখানে সারারাত ধরে চলে ধর্ষণ। এমনকি যোগাযোগের জন্য ধর্ষিতার মোবাইল ফোন সুইচ অফ করে দেওয়া হয়। ধর্ষিতা কোনওক্রমে পুরো ঘটনাটি পরে তাঁর স্বামীকে মোবাইল ফোনে জানান।
পরে পুলিসি তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণকারীদের সঙ্গে বিভিন্ন মহিলার বিভিন্ন সময়ের ভিডিও পুলিসকে দেখান ধর্ষিতার স্বামী। অভিযোগ করেন, এরা দুজন বিভিন্ন সময় মহিলাদের নিয়ে সিনেমায় অভিনয় করানোর সুযোগের নামে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।
জানা গিয়েছে, মাত্র পাঁচ মাস আগেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি চান, এদের দুজনের চরম শাস্তি হোক। ঘটনার তদন্তে পুলিশ।