Share this link via
Or copy link
পেশায় রসায়নের শিক্ষক। অনেক ছোট থেকেই বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি। ছয়বার ব্যারাকপুর লোকসভা আসনে জিতে সংসদে গিয়েছেন। নয়ের দশকে শিল্পাঞ্চলের বেতাজ বাদশা সিপিএম নেতা তড়িৎ তোপদার। এখন তাঁর জীবন অনেকটাই নিষ্প্রভ। সেই চড়াই-উতরাইয়ের গল্প নিয়েই তথ্যচিত্র তৈরি করছেন ব্যারাকপুরের বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তী।
শুক্রবার ব্যারাকপুরে তড়িৎ তোপদারের বাড়ি যান রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের বদলে যাওয়ার ইতিহাস শুনেছেন, বোঝার চেষ্টা করেছে। তবে তথ্যচিত্রের বিষয় কী, তা নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই।
ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তড়িৎ তোপদার। ১৯৯৭ সালে ব্যারাকপুরের মন্মথনাথ বয়েজ স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নেওয়ার পর রাজনীতি তাঁর ধ্যানজ্ঞান ছিল। প্রাক্তন সাংসদকে নিয়ে বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তীর তথ্যচিত্র কী নিয়ে হবে, তা নিয়ে জল্পনা থেকেই গেল।