উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু তেমন সক্রিয় হয়ে ওঠেনি। সেকারণে বর্ষার দাপট তেমন দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে। আজ, বৃহস্পতিবার সকালের দিকেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার থেকে বর্ষার দাপট বাড়ব দক্ষিণবঙ্গে। অতিবৃষ্টির সতর্কতাও জারি করেছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহানগরীতে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।
উল্লেখ্য, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রবল বর্ষণের জেরে। আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েেছ স্বাভাবিকের থেকে বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবার। ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি বর্ষণ হবে এবার দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গে নয় ওড়িশা এবং ঝাড়খণ্ডেও অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।