দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (South West Monsoon) আগমন সময়ের আগেই ঘটেছিল আন্দামান (andaman) এবং কেরলে (kerala)। এবার সেরকমই হতে চলেছে এবঙ্গেও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই তার প্রবেশ হতে চলেছে উত্তরবঙ্গের (north bengal) কিছু অংশে।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, তিন মাসের যে পূর্বাভাস আবহাওয়া দফতর থেকে দেওয়া হয়েছিল, তাতে বর্ষা এ বছর স্বাভাবিক থাকছে। এ বছরের মে মাসে কলকাতায় স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ৯৪ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। স্বাভাবিক বৃষ্টি অর্থাৎ ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর বা মৌসম ভবন। অন্যদিকে ২ জুন, বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।