আজও শহরে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Meteorological Department)। কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও (North Bengal)।
বৃহস্পতিবার শহরে ৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আগামী পাঁচ দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। তবে এর জেরে এখনই কমছে না গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিনের মধ্যে তাপমাত্রাও প্রায় ২-৩° সেলসিয়াস বাড়তে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে বলেও আশঙ্কা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শহরে, এমন ইঙ্গিতই দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ, নদিয়া (Nadia), পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় দেখা দিতে পারে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ঠিকই তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫°সেলসিয়াস এবং ২৮°সেলসিয়াস।
উল্লেখ্য, এই বছর নির্দিষ্ট সময়ের আগেই প্রবেশ করতে পারে বর্ষা। পর্যাপ্ত বৃষ্টিপাত হবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের কথায়, এই বছর মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগে প্রবেশ করতে পারে। কম বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই।