Share this link via
Or copy link
বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। যার ফলে কাজ হারালেন প্রায় ৪০০০ ( চার হাজার) শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা মিল খোলার দাবিতে বৃহস্পতিবার কাঁকিনাড়া স্টেশনে ট্রেন অবরোধ করে। যার ফলে বন্ধ হয়ে যায় শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল।
শ্রমিকরা প্রায় কাঁকিনাড়া স্টেশনে আধঘন্টার উপর ট্রেন অবরোধ করে। তারপর ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি গিয়ে অবরোধ তুলে দেয়। এমনকি বিক্ষোভকারীরা অবরোধ তুলতে না চাইলে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। এই মুহূর্তে শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল স্বাভাবিক।
বিস্তারিত আসছে......