Share this link via
Or copy link
একদিকে রবিকবির জন্মদিন উদযাপন, অন্যদিকে অশনির শঙ্কা। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি (rain) শুরু হয়েছে। ক্রমশ চোখ রাঙাচ্ছে অশনি। এবার শুধু আছড়ে পড়ার সময়ের অপেক্ষা। এই আবহে ইছামতী (Ichamoti river) পাড় পেল সেলফি জোন।
নতুন রূপে নতুন সাজে সেজে উঠল বসিরহাটের (Basirhat) ইছামতীর পাড়। বসিরহাটের মানুষ পেল রবীন্দ্র সৈকত। পর্যটকরা গিয়ে ইছামতী নদীর ধারে রবীন্দ্রনাথের পদতলে সেলফি (selfie) তুলতে পারবেন। তার জন্য একটি সীমারেখা তৈরি করা হয়েছে। এটিকে বলা হচ্ছে সেলফি জোন(selfie zone)।
নবরূপে রবীন্দ্র সৈকতে উদ্বোধনে ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ সহ বিশিষ্টজনেরা। ইছামতীর পাড়ে সেলফি জোনের ফিতে কেটে গুরুপ্রণামের মধ্য দিয়ে দিনটি উদযাপন করলেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সাহিত্যিক, কবি, নাট্য ব্যক্তিত্ব থেকে বিশিষ্টজনেরা। আর এই উদ্বোধনের মধ্যেই দিয়ে দেখা গেলসেলফি দেদার সেলফি তুলতে ব্যস্ত মানুষরা।