আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬১ তম জন্মদিন (Birth Day)। অতিমারী পরিস্থিতিতে গত দুই বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা সম্ভব হয়নি। সেই সময় কাটিয়ে এবছর রবি বন্দনায় রবীন্দ্রানুরাগীরা। সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Programme)। ঠাকুরবাড়িতে কবির প্রতিমূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। এদিন রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করতে ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শ্রদ্ধাজ্ঞাপন করতে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
গোটা জোড়াসাঁকো (Jorasanko) চত্বর গানে, কবিতায় মুখরিত ছিল। ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি বলে জানালেন।
জোড়াসাঁকোর পাশাপাশি শান্তিনিকেতনে (Santiniketan) রবীন্দ্রনাথের ১৬১তম জন্মতিথিকে কেন্দ্র করে রীতি মেনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন ভোর ৫ টায় বৈতালিক, ৬ টায় রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও ৭ টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক ও পড়ুয়ারা৷ এছাড়াও সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে রয়েছে নৃত্যনাট্যের অনুষ্ঠান।