স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে অ্যাসিড মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূকে প্রথমে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। বারুইপুরের বৈদ্যপাড়ার ঘটনা।
পরিবার সূত্রে খবর, ১৬ বছর আগে বিয়ে হয়েছিল এই দম্পতির। দুই মেয়ে আছে তাঁদের। স্বামী মইনুল রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, অনেক মেয়ের সঙ্গেই তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে নিত্য অশান্তি লেগে থাকত সংসারে। কয়েকদিন ধরে স্বামী বাড়িতে থাকছিল না। বৃহস্পতিবার ভোরে সাইকেলে করে এসে বাড়ির পিছনের জানলা দিয়ে স্ত্রীকে আসিড ছোঁড়ার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত গৃহবধূর ঘাড়ে, বুকে অ্যাসিড লেগেছে।
অবশেষে স্বামী মইনুল সর্দারকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিস।