শিয়ালদা-বনগাঁ (bongaon) শাখার প্রতিটি রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আজ সেই নোটিস অনুযায়ী বামুনগাছি স্টেশনে (bamanganchi station) হকার উচ্ছেদের (eviction) কর্মসূচি গ্রহণ করার কথা ছিল। তবে তার আগেই সকাল থেকে উচ্ছেদের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে সামিল হকাররা। উত্তপ্ত হয়ে উঠে স্টেশন চত্বর। এরপরেই স্টেশন ম্যানেজারকে ৫ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
তাঁদের দাবি, অবিলম্বে এই হকারদের পুনর্বাসন দিয়ে তারপর দোকান উচ্ছেদ করতে হবে। পুনর্বাসন ছাড়া কোনও হকারকে এখান থেকে তোলা যাবে না। পাশাপাশি স্টেশন চত্বরে একাধিক দাবি-দাওয়া নিয়ে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বস্ত করা হয়। তাঁদের দাবি না মানা হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সূত্র মারফত জানা যায়, স্থানীয় প্রশাসনের সাহায্য না মেলায় আপাতত স্থগিত রাখা হয়েছে উচ্ছেদের কর্মসূচি।