২৪ এপ্রিল, ২০২৪

Arrest: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিশ জীবনতলায়, পাণ্ডার বাড়িতে উদ্ধার ১২ লক্ষ টাকার নামিদামি ফোন
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-10 16:35:53   Share:   

এবার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস পেল জীবনতলা থানার পুলিস (police)। গ্রেফতার (arrest) করা হয় আন্তর্জাতিক মোবাইল (mobile) পাচার চক্রের এক পাণ্ডাকে। উদ্ধার হয়েছে ৬১টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগণার ঘুটিয়ারি (Ghutiari) শরীফের মাকালতলা থেকে এই পাচার চক্রের পাণ্ডাকে পুলিস গ্রেফতার করে।

বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার মিস পুষ্পা শনিবার সাংবাদিক বৈঠক করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ধৃত ব্যক্তি সেলিম লস্করের বাড়িতে তল্লাশি চলায় পুলিস। এরপর একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৬১টি খোয়া যাওয়া মোবাইল ফোন। পাশাপাশি সেলিম লস্কর স্বীকার করে, বিভিন্ন খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি একত্রিত করে বাংলাদেশের পাচার করত সে। আর এই কাজে তার সঙ্গে যুক্ত রয়েছে একটি মোবাইল মোরামতির দোকানও। শুধু তাই নয়, এই চক্রে তার ছেলে-সহ অন্যরাও জড়িত বলে পুলিসকে প্রাথমিক তদন্তে জানিয়েছে ধৃত সেলিম লস্কর। ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে পুলিস। 


Follow us on :