সাতসকালে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গাছে ধাক্কা লেগে পিকআপ ভ্যানে থাকা আহত ৪০ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ১৮ জন যাত্রী। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার লালজল এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া জেলার সারগা থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে বেলপাহাড়ি থানার চিরুগোড়া গ্রামে ফিরছিলেন বিয়ে বাড়িতে যাওয়া সকলেই। তাঁরা একটি পিকআপ ভ্যানে ছিলেন। ওই পিকআপ ভ্যানে মোট ৪০ জন ছিলেন। সারগা থেকে ফেরার সময় বেলপাহাড়ি থানার লালজল এলাকায় পিকআপ ভ্যানের চালক হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সজোরে একটি গাছে ধাক্কা মারেন। যার ফলেই মর্মান্তিক এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা ও বেলপাহাড়ি থানার পুলিস। পিকআপ ভ্যানে আটকে থাকা ৪০ জনকে উদ্ধার করে পুলিস বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ১৮ জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিত্সাধীন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিয়ে বাড়িতে আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে। ঠিক কী কারণে এই ঘটনাটি, তা খতিয়ে দেখচ্ছে বেলপাহাড়ি থানার পুলিস।