গত ২৬ শে এপ্রিল নকশালবাড়ি (naxalbari) ব্লকের হাতভরা জোত এলাকায় এক মহিলাকে আক্রমণ করে চিতাবাঘ। কোনওমতে প্রাণে বেঁচে ফেরেন সেই মহিলা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College Hospital) চিকিৎসার জন্য পাঠানো হয়। তারপর থেকে এই গ্রামে চিতাবাঘের আনাগোনা বেড়েই চলেছে বলে দাবি স্থানীয়দের। প্রায়ই যেখানে সেখানে দেখা যাচ্ছে চিতাবাঘ। এমনকি চা বাগানের ভিতরও বসে থাকতে দেখেছেন স্থানীয়রা। যার ফলে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রবিবার বিকাল নাগাদ নকশালবাড়ি ব্লকের হাতভরা জোত গ্রামের চাষের জমিতে মিলল চিতা বাঘের পায়ের ছাপ। এই দেখে এলাকায় আরও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকার বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হোক। নাহলে আতঙ্কে ঘুম আসছে না তাঁদের। অবশেষে গ্রামবাসীদের কথা মেনে নেয় বন দফতর। তাদের পক্ষ থেকে এলাকায় খাঁচা পাতা হয়। অবশেষে আজ বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার চা বাগানের ভিতর খাঁচা পাতায় কিছুটা হলেও স্বস্তি মিলল গ্রামবাসীদের। যতক্ষণ পর্যন্ত চিতাবাঘ খাঁচাবন্দি হবে, ততক্ষণ তাঁদের ভিতর আতঙ্ক থেকেই যাবে। তাই তাঁরা এখন চাইছেন অতি সত্বর চিতাবাঘ খাঁচাবন্দি হোক।