২৫ এপ্রিল, ২০২৪

Nadia: কোটি টাকা তছরূপের অভিযোগ পঞ্চায়েত প্রধান ও ১৩ জনের বিরুদ্ধে, পলাতক প্রধান
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-21 09:09:53   Share:   

টাকা (money) আত্মসাৎ-এর অভিযোগ প্রধান সঞ্জিত পোদ্দার সহ ১৩ জনের জামিন অযোগ্য ধারায় তেহট্ট থানায় অভিযোগ। ঘটনার পর থেকেই প্রধানকে খুঁজে পাচ্ছে না পুলিস (police)। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

জানা যায়, নদিয়ার (Nadia) তেহট্ট থানার বেতাই দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বেহাল অবস্থা পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ নাগরিক। কারণ, ওই পঞ্চায়েতের প্রধান সহ ১৩ জনের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ বিডিওর কাছে জমা পড়ে। অভিযোগকারীরা যে অভিযোগ জমা দেয় তাতে হিসাবে দেখা গিয়েছে ১ কোটি ৬৯ লক্ষ টাকা কারচুপি হয়েছে। বিডিও অভিযোগ পেয়ে পাঁচজনের একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করেন। তদন্তে এখনও পর্যন্ত ১৯ লক্ষ টাকা তছরুপ সামনে আসে। এরপরই তেহট্ট ওয়ানের বিডিও শুভাশিস মজুমদার শোকজ করেন। শোকজের  উত্তর সঠিকভাবে দিতে না পাড়ায় গত ৫ অগাস্ট তেহট্ট থানায় ঐ ১৩ জনের নামে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়। 

তবে এরপর থেকেই প্রধানের ঘরে তালা বন্ধ। পঞ্চায়েতে আসেন না প্রধান। আর সেইজন্যই পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চিত বেতাই দু'নম্বর পঞ্চায়েতের নাগরিকগণ। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। 


Follow us on :