২৫ এপ্রিল, ২০২৪

Elephant: জলপাইগুড়িতে ঘুমন্ত ব্যক্তিকে পিষলো হাতির পাল, সকালে দেহ উদ্ধারে আতঙ্ক
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-22 14:30:22   Share:   

দলছুট এক হাতির (Elephant) হামলায় মৃত্যু (death) প্রৌঢ়ের। ঘটনাটি জলপাইগুড়ির (Jalpaiguri) বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন দেউনিয়া পাড়ার। মর্মান্তিক এই ঘটনায় আতঙ্ক (panic) ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, শুক্রবার রাতে ঘরের মধ্য শুয়েছিলেেন এক ব্যক্তি। হঠাত্ই তাঁর উপর আক্রমণ করে চলে যায় হাতির দল। মৃত ব্যক্তির নাম নীলকান্ত ওরাও। আনুমানিক বয়স ৬০ বছর। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে একদল হাতির পাল প্রথমে ধান ক্ষেতে ঢোকে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এরপর হঠাৎ সেই ক্ষেতের পাশে বসবাস করা এক ব্যক্তির ছাপড়া ঘরে হানা দেয় হাতির দল।

শনিবার সাতসকালে তাঁর আত্মীয়-পরিজনরা এসে দেখতে পান ছাপড়া ঘরটি ভাঙা অবস্থায় রয়েছে। আর তার ভিতর মৃত অবস্থায় পড়ে রয়েছেন সেই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা রেঞ্জের অফিসার এবং কোতোয়ালি থানার পুলিস। মৃত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এভাবে প্রায়শই হাতির পাল লোকালয়ে চলে আসায় চিন্তায় এলাকার বাসিন্দারা। তাঁদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। 


Follow us on :