২৬ এপ্রিল, ২০২৪

Jhargram: দিনের বেলায় গ্রামে খাবার খুঁজতে হাতির পাল, ক্ষতিগ্রস্ত ফসল-ঘরবাড়ি!
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-01 15:06:24   Share:   

ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে দাঁতালের(Elephants) তাণ্ডব। বুধবার প্রায় ৩৫টি হাতির দল তাণ্ডব চালিয়েছে বীরকাঁড় গ্রামে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরে জানানো হয়েছে। ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা(Forest Department staff) হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।

এলাকাবাসীরা জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির দল ঢুকে পড়েছে। প্রায় ৩৫টি হাতির একটি দল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এমনকি ওই হাতির দলটি বীরকাঁড় গ্রামের মাঠেও তাণ্ডব চালিয়ে ব্যাপক ফসলের ক্ষতি করেছে। খাবারের সন্ধানে ফসলের পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কাও করছেন এলাকাবাসীরা। 

জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারিও শুরু করেছে। তবে এলাকাবাসীরা হাতির হামলার আশঙ্কায় বেশ আতঙ্কের মধ্যে রয়েছে।


Follow us on :