দীর্ঘদিন করোনার জেরে বাড়িতে বসেই চলেছে পঠনপাঠন। ক্লাস যেমন হয়েছে অনলাইনে, তেমনি পরীক্ষাও হয়েছে একই পদ্ধতিতে। ফলে স্কুল-কলেজের দরজা অনেকেই কার্যত ভুলতে বসেছে।
এরকম একটা অবস্থায় পরীক্ষা দরজায় কড়া নাড়তেই দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। কারণ, এতদিন অনলাইনে পড়া এবং পরীক্ষায় অভ্যস্ত অধিকাংশ পড়ুয়াই অনলাইনেই পরীক্ষার পক্ষে। অন্যদিকে, করোনার প্রকোপ কমে যাওয়ায় স্কুল-কলেজগুলি ফের ফিরতে চায় হলে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থায়, অর্থাত্ অফলাইনে।
এরকম একটা অবস্থায় অনলাইন পরীক্ষার দাবিতে বারংবার বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্র সংগঠনগুলি। গত দু'বছর পর ফের স্কুল-কলেজ খুলেছে। তাই এই বছরও অনলাইন পরীক্ষা চেয়েছিল বিভিন্ন অধ্যাপক সংগঠন এবং ছাত্র সংগঠনগুলি। রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, ইউনিভার্সিটি তাদের নিজের সিদ্ধান্ত নিতে পারবে, তারা অনলাইনে নাকি অফলাইনে পরীক্ষা নিতে চায়।
জানা গিয়েছে, কল্যাণী এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আজ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির একটি বৈঠক ছিল। সেখানে ঠিক হয়, অনলাইন পরীক্ষা নেওয়া হবে না।। অর্থাত্ রবীন্দ্রভারতী অফলাইন পরীক্ষা নেওয়ার পথে হেঁটেছে। এখানে সশরীরে এসে স্নাতক এবং স্নাতকোত্তরস্তরে পড়ুয়াদের ইউনিভার্সিটিতে এসে পরীক্ষা দিতে হবে।