সাত সকালে গুলিতে মৃত্যু এক মহিলার। প্রাতঃভ্রমণে বেরোনোই হল কাল। রোজ সকালেই তিনি প্রাতঃভ্রমণে বেরোতেন। সেইমত আজও ভোর ৫ টা নাগাদ প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন ওই মহিলা। তবে এরপর আর বাড়ি ফেরা হল না তাঁর। ওই সময় কে বা কারা তাঁকে গুলি করে। রক্তাক্ত অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ভোর বেলায় মানুষের আনাগোনা কম থাকায় কেউ জানতে পারেন নি। তবে বেলা বাড়তেই ঘটনাস্থলে ভিড় জমতে থাকে। ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় নদিয়ার নবদ্বীপ বাসস্টান্ড সংলগ্ন এলাকায়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। পরিবার তরফ থেকে জানা যায়, তাঁর কারও সঙ্গে কোনও ব্যক্তিগত অশান্তি ছিল না। তাহলে কারা এইভাবে মারলো তাঁকে? সেই প্রশ্নই সবার মনে। পরিবার সূত্রে খবর, মৃতার কানের পাশে গুলি লেগেছে।
স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ বাসস্টান্ডের একটি কারখানার পাশে ড্রেনের সামনে থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরই নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। ঘটনার তদন্তে পুলিস।