২৮ মার্চ, ২০২৪

Jalangi: জলঙ্গি সীমান্তে মাছ ধরার নামে মদ পাচারের অভিযোগে বিএসএফের হাতে গ্রেফতার এক
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-17 10:49:19   Share:   

ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh border) রয়েছে জলঙ্গি (Jalangi)। আর সেই জলঙ্গি দিয়ে মাছ ধরার নামে মদ পাচার (smuggling liquor) করছিল অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে বিএসএফের (BSF)। ঘটনায় ধৃত (Arrested) ওই ব্যক্তি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ধৃত ব্যক্তির নাম মানিক শেখ। বয়স ৫০। বাড়ি জলঙ্গি থানা এলাকায় বলে বিএসএফ সূত্রে জানা খবর। ধৃতকে আজ,  শনিবার জলঙ্গি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিএসএফ জওয়ানরা।

বিএসএফের দাবি, রাতেই মদ সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারী। তার আগেই উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মদ জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই জলঙ্গি সংলগ্ন সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিলের মতো মাদক নিয়মিত পাচার হচ্ছে খবর পেয়ে অভিযানে নেমে গ্রেফতার করা হয় দু'জনকে। পাচারের আগেই  উদ্ধার হয় সাড়ে ১০ কেজি গাঁজা ও ৭৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।


Follow us on :