০৫ অক্টোবর, ২০২৩

Accident: জল্পেশ যাওয়ার পথে ফের দুর্ঘটনায় তীর্থযাত্রীদের গাড়ি, জখম ১০
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

গত রবিবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধায় ১০ জল্পেশ (Jalpesh) যাত্রীর মর্মান্তিক মৃত্যুর (Death) রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় গুরুতর (Injured) জখম হলেন ১০ যাত্রী। ডিজের বিরুদ্ধে পুলিসি নজরদারিতে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করার পর মুহূর্তে ফের ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক রাত ২ টো নাগাদ, মাথাভাঙা-চ্যাংড়াবান্ধা ১২ এ রাজ্য সড়কের জামালদহে। ঘটনায় জখম ১০ জল্পেশ যাত্রীকে চিকিৎসার জন্য প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে কোচবিহারে রেফার করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে চৌরঙ্গি এলাকায় আটক করে পুলিস। 

দুর্ঘটনাগ্রস্থ গাড়ির এক যাত্রী জানান, গতকাল রাত ২ টো নাগাদ জামালদহ ফাঁড়ির পুলিস গাড়িতে থাকা সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে। এরপর ফাঁড়িতে কথা বলে সাউন্ড সিস্টেম নিয়ে এসে গাড়িতে তোলার মুহূর্তে পিছন থেকে অন্য একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হয় ১০ জন জল্পেশ যাত্রী। 

জানা গিয়েছে, এদিন ছয়চাকার একটি ট্রাকে করে মোট ৩৫ জন জল্পেশ যাত্রী কোচবিহারের নাজিরহাট সালমারা থেকে জল্পেশের উদ্দেশে রওনা দেন। জল্পেশ যাওয়ার পথে মাথাভাঙা-চ্যাংড়াবান্ধা ১৬ নং রাজ্য সড়কের জামালদহে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। চালক জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ধাক্কা মারে।

এদিকে ঘটনার জেরে ওই গাড়িতে থাকা বাকি যাত্রীরা জল্পেশে পৌঁছতে পারেননি। তাঁরা সকলে জামালদহের হাসপাতালে রাত কাটান। জল্পেশ যাত্রীদের মধ্য থেকে জানানো হয়েছে, "দুর্ঘটনায় জখমদের চিকিৎসা চলছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। 


Follow us on :