দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়নি এখনও সেইভাবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। আর এই অল্প বৃষ্টিতেই মৃত্যুর খবর। জমা জলে ইলেকট্রিক তার ঝুলে ঘটে বিপত্তি। মৃত্যু হয় বছর ২৫ এর এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি উলুবেড়িয়া থানার বহিরা অঞ্চলের মুসাপুর গ্রামের।
স্থানীয় সূত্রে খবর, শনিবার হালকা বৃষ্টিতে জল জমেছিল। রাতের দিকে বছর ২৫ এর সুব্রত মণ্ডল সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়, আচমকাই ওই ইলেকট্রিক তারে পা আটকে যায় তাঁর। এরপরই ছিটকে পাশের একটি কলাবাগানে গিয়ে পড়েন তিনি। বেশ কয়েক ঘণ্টা পর তাঁকে স্থানীয়রা দেখতে পেলে খবর দেওয়া হয় বিদ্যুত্ দফতরে। এরপর তাঁরাই এসে সুব্রত মণ্ডলের দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, সুব্রত মণ্ডল ধুলাগড়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কারখানা থেকেই ফিরছিলেন তিনি শনিবার রাতে। বাড়ি ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।