Share this link via
Or copy link
এখনও অব্যাহত ব্যান্ডেল (Bandel) স্টেশন চত্বরের ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের দাবি। জানা যায়, হঠাৎই স্টেশন চত্বরের হকার-দোকানদারদের উচ্ছেদের নোটিস দেয় রেল (Rail)। আর এরপরই বিক্ষোভে নামেন রাজনৈতিক নেতৃত্ব সহ দোকান মালিকরা। শনিবার তৃতীয় দিনে পড়ল ব্যান্ডেল স্টেশনের বিক্ষোভ। একটাই দাবি তাঁদের, দেওয়া হোক পুনর্বাসন।
ব্যবসায়ীরা জানান, ব্যান্ডেল স্টেশন সংলগ্ন কয়েকশো দোকানদার রয়েছেন, যাঁরা রেলের জায়গায় ব্যবসা করছেন। তাঁদের হঠাত্ই উচ্ছেদের নোটিস দেয় রেল। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সাত সকালে ঝাঁটা হাতে আরপিএফ অফিসে বিক্ষোভ (agitation) দেখান চুঁচুড়ার বিধায়ক (MLA) অসিত মজুমদার সহ একাধিক মানুষ। সেই বিক্ষোভ শনিবার তিনদিনে পড়েছে। ব্যবসায়ীরা আরও জানান, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে তাঁদের আত্মহত্যা (suicide) ছাড়া আর কোনও উপায় থাকবে না। কারণ, দীর্ঘ কেউ ৩০ বছর, তো কেউ ৪০ বছর ধরে এই জায়গায় ব্যবসা করে আয় করছেন। এখান থেকেই তাঁদের সংসার চলে। এখন উচ্ছেদ করা হলে প্রায় ৪০ টি পরিবার না খেতে পেয়ে মারা যাবে।