ব্রেকিং নিউজ
No-stay-at-Division-Bench-Manik-Bhattacharya-will-have-to-face-CBI
Manik: ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ মিলল না, হাইকোর্টে হাজিরা দিতেই হবে মানিক ভট্টাচার্যকে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-06-21 12:47:14


ডিভিশন বেঞ্চে গিয়েও রক্ষাকবচ মিলল না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের।

মানিক ভট্টাচার্যকে তাঁর পর্ষদ সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান মানিকবাবু। কিন্তু আপাতত তিনি রক্ষাকবচ পেলেন না। কারণ, ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলার আবেদনে ত্রুটি আছে। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশনামা না পাওয়া পর্যন্ত মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ। আগামীকাল ফের আবেদন জানানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

অর্থাৎ আজ দুপুর দুটোয় মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতেই হচ্ছে। কারণ. মানিক ভট্টাচার্যকে অপসারণের পাশাপাশি তাঁকে ব্যক্তিগত হাজিরারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পর্ষদের আইনজীবীরা। সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে দ্রুত শুনানির আবেদনও জানান তাঁরা। তাঁদের যুক্তি, সিঙ্গল বেঞ্চের রায়ের ফলে প্রশাসনিক কাজকর্মে নানারকম সমস্যার সৃষ্টি হবে।

কিন্তু গোটা মামলাই একদিন পিছিয়ে গেল। এদিন বিধানসভা অধিবেশনে যোগ দেন মানিক ভট্টাচার্য। কিন্তু আদালতের বিষয়ে মুখ খোলেননি তিনি।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন