২৬ এপ্রিল, ২০২৪

Weather Update: নেই নিম্নচাপের ভ্রুকুটি, জেলায় জেলায় রেকর্ড পতন তাপমাত্রার
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-25 10:32:21   Share:   

বঙ্গে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যার জেরে নামছে তাপমাত্রার (temperature) পারদ। রেকর্ড পতন শহর কলকাতায় (Kolkata)। শুক্রবার আরও নামল তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া (Weather) দফতর জানিয়েছেন, সপ্তাহ শেষে আরও কমতে পারে তাপমাত্রা। এককথায় জমিয়ে শীত উপভোগ করছেন শহরবাসী। জেলায় জেলায় কাঁপিয়ে ঠান্ডা পড়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে মনোরম আবহাওয়া। ঝকঝকে পরিষ্কার আকাশে প্রায় প্রতিদিনই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিঙে। অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের কাঁপুনি বাড়ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। গত কয়েকদিন পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন সেই তাপমাত্রার পতন আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, বৃহস্পতিবার আরও কমল তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ১৬.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। গত ৫ বছরে নভেম্বর মাসের পারদ পতনের রেকর্ড ভেঙে গিয়েছে। গত পাঁচ বছরে নভেম্বর মাসে শহরের তাপমাত্রার এতটা পতন হয়নি। আগামী কয়েকদিন আরও কমবে শহরের তাপমাত্রা এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


Follow us on :