বর্ধমানে 'দাবাং' এস পি! "কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখে নিতে চাই"- এমনই মন্তব্য বর্ধমানে প্রকাশ্য সভায় জেলা পুলিস সুপার কামনাশিস সেনের। তবে তাঁর এই মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে।
জানা যায়, একদিকে টোটোর বাড়বাড়ন্ত, অন্যদিকে একাধিক জায়গায় টাকা তোলার অভিযোগ টোটো চালকদের। বর্ধমান রেল স্টেশন ও তেলিপুকুরে তৃণমূল নেতারা টোটো পিছু টাকা নেয় বলে অভিযোগ ওঠে। শনিবার এই বিষয় নিয়ে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে টোটো চালকদের সঙ্গে একটি মিটিং ছিল পুলিস প্রশাসনের। উপস্থিত ছিলেন শাসক দলের একাধিক নেতৃত্ব। তবে সেখানে দাঁড়িয়েই শাসক দলের তোলাবাজি নিয়ে সরব হলেন পুলিস সুপার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোনও তোলাবাজি চলবে না। বার বার বলছি। আমি দেখতে চাইছি বর্ধমান শহরে কে কত বড় গুন্ডা আছে। স্টেশনের বাইরে কেউ মনে হয় তোলাবাজি করছিল। খবর পেয়েই গ্রেফতার করা হয়েছে। এক পয়সাও কাউকে দেবেন না। কিসের জন্য টাকা দেবেন?" পাশাপাশি তিনি আরও বলেন, "স্টেশন বাজারই হোক আর তেলিপুকুরই হোক। কোথাও তোলাবাজি চলবে না। এরপর কেউ তোলাবাজি করলে আমার অফিসে এসে সরাসরি আমাকে বলবেন।"
অন্যদিকে, মঞ্চ থেকে বিধায়ক খোকন দাস টোটো চালকদের উদ্দেশ্যে একই বার্তা দেন। কোথাও কোনও টাকা না দেওয়ার কথা জানান।