LATEST NEWS
28 May, 2023

Murder: ভাগ্নের ভোজালির কোপে নিহত মামা, আলিপুরদুয়ার মথুরা চা বাগানে চাঞ্চল্য
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৯-২০ ১৩:৩৩:৪২   Share:   

নৃশংস ঘটনা। বহুল প্রচলিত প্রবাদ- "মামা ভাগ্নে যেখানে, ভয় নেই সেখানে"। তবে আধুনিক যুগে এই প্রবাদ বাক্যে কার্যত জল ঢেলে দিয়েছে ভাগ্নে। ভাগ্নের ভোজালির কোপে মৃত্যু (death) মামার। নৃশংসভাবে মামাকে খুনের (murder) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মথুরা চা বাগানে।

জানা যায়, মথুরা চা বাগানের গীর্জালাইনের বাসিন্দা প্রেম কিশোর লাকড়া। অভিযোগ, সোমবার রাতে তাঁর মামা রাজেন টিগ্গার উপর ভোজালি দিয়ে আঘাত করে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে সোনাপুর ফাঁড়ির পুলিস ও পরিবারের সদ‍স‍্যরা এসে উপস্থিত হয়। গুরুতর আহত রাজেন টিগ্গাকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার গভীর রাতেই পুলিস অভিযুক্ত প্রেম কিশোর লাকড়াকে গ্ৰেফতার করে। অভিযুক্তকে মঙ্গলবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়। দোষীর শঠিক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :