২৫ এপ্রিল, ২০২৪

Nabanna: অ্যাডিনো আতঙ্ক রাজ্যজুড়ে, নবান্নের অ্যাডভাইজরি
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-28 17:47:13   Share:   

অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক রাজ্যজুড়ে। শহরের একাধিক হাসপাতালে শিশুমৃত্যুর খবর এসেছে। আপদকালীন প্রস্তুতি নিতে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা সতর্কীকরণের মতো যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ ইউনিট খোলা। চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের।

আগামী ৭ দিন পর্যবেক্ষণের পর সতর্কীকরণের কথা ভাববে সরকার। তবে এখনি কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। শিশুদের স্কুলে, প্রকাশ্যে জনবহুল জায়গায় ঘোরাফেরা, বিনোদন পার্ক, সিনেমা হল ও শপিং মলে যাওয়ার ক্ষেত্রে মুখে মাক্স পরা ও হাত স্যানেটাইজেশান করার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।

এরপরই নবান্নের চোদ্দ তলায়, রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। এই বৈঠকের পর স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম জানান, 'আপাতত সরকারি হাসপাতালে পিডিএফ ওয়ার্ড এ ভর্তি থাকা শিশুদের সুস্থ হয়ে গেলে তাদেরকে অবিলম্বে হাসপাতালে বেড ছেড়ে দিতে হবে। অযথা বেড আটকে রাখা যাবে না।'

এদিকে, জ্বর-শ্বাসকষ্টজনিত কারণে শহরে অব্যাহত শিশুমৃত্যু। নেপথ্যে অ্যাডিনো আক্রমণে? জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে শহরের দুই হাসপাতালে ৫ শিশুর মৃত্যুর খবর মিলেছে। জ্বর এবং শ্বাসকষ্টের প্রভাবে এই শিশু মৃত্যু বলে খবর। বিসি রায় হাসপাতালে জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে এই শিশু মৃত্যু বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১৭ ফেব্রুয়ারি জ্বর ও সর্দি-কাশি নিয়ে জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় হরিণঘাটার বাসিন্দা এক সদ্যজাতকে।

তারপর শারীরিক অবস্থার অবনতি হলে বিসি রায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এদিন সকালে ৬টা নাগাদ মৃত্যু হয়েছে সেই শিশুর। পাশাপাশি দেগঙ্গার বাসিন্দা ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার। ২৪ ঘণ্টায় বিসি রায় হাসপাতালে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে অ্যাডভাইজরি জারি, তাতে উল্লেখ: 

*প্রত্যেকটি জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, দিবারাত্র একিউট রেসপিরেটরি ক্লিনিক খুলতে হবে

*পেডিয়াট্রিক এমার্জেন্সি থাকলেও প্রত্যেক হাসপাতালে, আলাদা করে একিউট রেসপিরিটেরি ইনফেকশনের পেডিয়াট্রিক ইউনিট খুলতে হবে

*মেডিকেল কলেজ হাসপাতাল গুলিতে সুপারকে না জানিয়ে,একিউট রেসপিরেটরি ইনফেকশনে আক্রান্ত শিশুদের কোনভাবেই রেফার নয়।বেড না থাকলেও,রেফার নয় 

*পেডিয়াট্রিক ওয়ার্ডে ভেন্টিলেটর ছাড়াও,অন্যান্য ব্যাবস্থাপনা প্রস্তুত রাখতে হবে। প্রত্যেকদিন, হাসপাতালে সুপার এবং নার্সিং সুপারকে ব্যক্তিগতভাবে চেক করতে হবে সমস্ত ব্যবস্থাপনা

*প্রয়োজন অনুসারে, রেস্পিরেটরি ইনফেকশন ওয়ার্ডে স্নাতকোত্তরের চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্টদের ব্যবহার করতে হবে

*আইসোলেশনের জোর দেওয়া হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষায় আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের স্যানিটাইজেশনের উপরে জোর

*পেডিয়াট্রিক রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে প্রতিদিনই ক্রিটিকাল চেয়ার ট্রেনিংয়ের ব্যবস্থা চিকিৎসকদের

পাশাপাশি রাজ্যে পাঁচটি পেডিয়াট্রিক হাব গড়া হচ্ছে, এই হাবে চলবে অ্যাডিনো উপসর্গের চিকিৎসা

১. ডক্টর বি সি রায় হাসপাতাল

২. ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল

৩. উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল

৪. বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল

৫. মালদা মেডিকেল কলেজ হাসপাতাল

এমনকি বেসরকারি হাসপাতালে তাদের নিজস্ব ব্যবস্থাপনা ও স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে


Follow us on :