২৫ এপ্রিল, ২০২৪

Leopard: বাগডোগরায় উদ্ধার দুই শাবককে নিয়ে গেল মা চিতাবাঘ, গোটা চিত্র ধরল ক্যামেরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-07 12:39:01   Share:   

চিতাবাঘের (Leopard) দুটি শাবককে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বাগডোগরা বন দফতরের (Bagdogra) কর্মীরা প্রচেষ্টা চলায়। অবশেষে শুক্রবার গভীর রাতে মা চিতাবাঘ নিজেই শাবকদের নিয়ে যায়। এই ছবি ক্যামেরাবন্দী করা হয় বন দফতরের (Forest Department) পক্ষ থেকে। অবশেষে সফল বাগডোগরা বন দফতরের কর্মীরা। 

জানা গিয়েছে, বাগডোগরার অদূরে মুনি চা বাগান এলাকায় শুক্রবার দুটি চিতাবাঘের শাবক দেখতে পায় এলাকাবাসী। সেই দেখে চা বাগানের শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ বাগডোগরা বন দফতরকে খবর দেয়। বন দফতরের কর্মীরা খবর পেয়ে ছুটে গিয়ে চিতা বাঘের দুটি শাবককে উদ্ধার করে এবং মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। অবশেষে শুক্রবার গভীর রাতে মা চিতাবাঘ তার সন্তানের টানে ছুটে এসে তার বাচ্চাদের নিয়ে যায়।

বাগডোগরা বন দফতরের রেঞ্জার সমীরন রাজ জানান, 'চিতা বাঘের শাবকগুলিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টায় বন কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে চিতার শাবকগুলিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি সেটাই সবথেকে বড় পাওনা।'


Follow us on :