গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে ৩০টিরও বেশি উট উদ্ধার। গত প্রায় তিন-চার মাস ধরে পাচারের উদ্দেশ্যে আনা এই উটগুলিকে উদ্ধার করে পুলিস। ভারত-বাংলাদেশ সীমান্তে উট পাচারের ব্যবসা চলে বলে অভিযোগ ছিলই। এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকে পুলিসের সহযোগিতায় এবং রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংস্থার উদ্যোগে ওই উটগুলি উদ্ধার করা হয়। জানা গেছে, উটগুলি কালিয়াগঞ্জ থানায় পশুপ্রেমী সংস্থার কর্মীরা দেখাশোনা করত।
মূলত রাজস্থানেই উটের দেখা মেলে। উদ্ধার হওয়া উটগুলিকে ফের রাজস্থানে ফেরত পাঠানোর জন্য তৎপর হয় পশুপ্রেমী সংস্থা। এরপর ওই সংস্থা আদালতের দ্বারস্থ হয়। অবশেষে উদ্ধার হওয়া মোট ৩২ টি উটকে এবার রাজস্থানে পাঠানোর তোড়জোড় শুরু হয়। সোমবার কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস ও রায়গঞ্জ পুলিস সুপার সানা আখতারের সহযোগিতায় বেশ কয়েকটি লরিতে করে উদ্ধার হওয়া উটগুলিকে পাঠানো হল বলে জানান পশুপ্রেমী সংস্থার কর্নধার গৌতম তান্তিয়া।