২৯ মার্চ, ২০২৪

Weather: আগামী একসপ্তাহ বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই রাজ্যে, লক্ষ্মীপুজোয় ভোগাতে পারে বৃষ্টি
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-07 10:28:25   Share:   

বিক্ষিপ্ত বৃষ্টি (Rainfall) পুজোর (Durga Puja 2022) সময় ভুগিয়েছে উৎসবপ্রিয় বাঙালিকে। লক্ষ্মীপুজোতে (Laxmi Puja) রয়েছে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আগামী সপ্তাহের আগে বাংলা ছাড়ছে না বর্ষা। বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্তত সোমবার অর্থাৎ ১০ অক্টোবরের আগে রাজ্য থেকে বর্ষা (Monsoon Update) বিদায়ের সম্ভাবনা নেই। আবহবিদদের দাবি, পয়লা জুন দেশে বর্ষা ঢোকে আর বাংলায় মধ্যজুনে বরশার প্রবেশ। আবার ১০ অক্টোবর বাংলা থেকে বর্ষা বিদায়ের নির্ঘণ্ট। সেই সূচি মেনেই লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।

এদিকে, অন্ধ্র উপকূলে ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় এখনই বাংলা থেকে বিদায় নেবে না বর্ষা। মনে করা হয়েছিল, উমা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলা থেকে বর্ষা বিদায়। কিন্তু এখনই সেই সম্ভাবনা নেই। এদিন জানিয়ে দিল হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস পাঁচ জেলায়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, 'বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত উত্তরপ্রদেশ পর্যন্ত। আগামী ১০ তারিখের মধ্যে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই রাজ্যে।'


Follow us on :