ব্রেকিং নিউজ
Money-in-the-name-of-job-in-SSC-arrested-BJP-candidate-in-Assembly-polls
Fraud: এসএসসি-তে চাকরির নামে টাকা, গ্রেফতার বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-06-18 13:19:00


রাজ্যে ইতিমধ্যেই চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগে সরব একাধিক চাকরিপ্রার্থী। অভিযোগ ওঠে, মিলছে না মেধা তালিকাভুক্তদের প্রাপ্য চাকরি। এই নিয়েই প্রতিবাদ ও অনশনে সামিল বহু চাকরিপ্রার্থী। এরই মধ্যে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে বিক্ষোভ উলুবেড়িয়ার উদয়নারায়ণপুরে। অভিযুক্ত আবার বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী। শনিবার সকাল থেকেই এই অভিযোগ তুলে উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন অভিযোগকারী। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই ব্যক্তি।


জানা যায়, এসএসসিতে চাকরি দেওয়ার নাম করে প্রায় ১০ থেকে ১২ জনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেন ওই ব্যক্তি। ২০২১ সালের উদয়নারায়ণপুর বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সুমিতরঞ্জন কাড়া। একাধিকবার তাঁর বিরুদ্ধে উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ করেও মেলেনি কোনও সুরাহা। শনিবার তাঁর শাস্তির দাবিতে থানার সামনেই বিক্ষোভে দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা সহ এলাকার যুবক-যুবতীরা। অবশেষে তাঁকে গ্রেফতার করে উদয়নারায়ণপুর থানার পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন