ব্যারাকপুরে 'ডি বাপি'র বিরিয়ানির দোকানে গুলি চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত দুই। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে।
ব্যারাকপুর ওয়ারলেস মোড় সংলগ্ন ওই প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে এদিন দুপুরে তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে ৫ রাউন্ড গুলি চালায়। দোকানের এক কারিগর ও এক ক্রেতার শরীরে গুলি লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দোকানের কর্মীকে ব্যারাকপুরের বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাস্থলে পুলিস মোতায়েন করা হয়েছে