মিড ডে মিলের লোভে তাও স্কুল যাচ্ছিল বাচ্চাগুলো। আর সেই মিড ডে মিলই যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাচ্চাদের স্কুলে পাঠাবে কী করে? তেমনই চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের খাজরা পঞ্চায়েতের গিলাগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে।
তিনদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে হয়নি মিড ডে মিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে চাল চুরির অভিযোগ এনে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিভাবকদের আরও অভিযোগ, ২০১৮ সাল থেকে মিড ডে মিলের খাতা আপডেট করেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিদ্যালয় চত্বরে। পরে ঘটনাস্থলে আসে কেশিয়ারি থানার পুলিস।
অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি বলেন, চাল চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চাল শেষ হয়ে গিয়েছে। চাল পাঠানোর জন্য তিনি খবর দেন বলেও জানান।
স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা বলে, স্কুলের স্যার-ম্যমরা তাদের জানিয়েছে চাল শেষ হয়ে গিয়েছে। বাড়ি থেকে যেন তারা খেয়ে আসে এবং টিফিন নিয়ে আসে। তিনদিন ধরে তারা মিড ডে পাচ্ছে না। গ্রামের সকলে তাদের বিস্কুট কিনে দেন।
এ বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার। দ্রুত চালের ব্যবস্থা যাতে হয়, সেদিকে তাকিয়ে গ্রামবাসী।