২৯ মার্চ, ২০২৪

Silabati: প্রবল ধস শিলাবতী নদী বাঁধে, একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা, ক্ষোভ স্থানীয়দের
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-22 10:11:10   Share:   

বৃষ্টির ফলে শিলাবতী নদীতে (Silabati river) বেড়েছে জল, আর এর ফলে নদী বাঁধে দেখা দিয়েছে ধস। আর এই ধসের ফলে তীব্র আতঙ্কে এলাকাবাসী। জানা যায়, দাসপুর (Daspur) এক নম্বর ব্লকের সীতাকুণ্ড গ্রামে শিলাবতী নদীর পাড়ে দেখা দিয়েছে এই ধস। এলাকার মানুষদের দাবি, এই নদীর (river) পাড় বেশ কয়েক বছর ধরেই বেহাল পরিস্থিতিতে রয়েছে। কারণ, পুরো বালি দিয়ে তৈরি এই বাঁধ। যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে, এরজন্য একাধিকবার প্রশাসনের আধিকারিকদের জানানোও হয়েছিল। কিন্তু অভিযোগ, প্রশাসনের কেউ এই বিষয়ে কর্ণপাত করেনি। 

অবশেষে রবিবার সকাল থেকে শিলাবতী নদীর জল বাড়তে শুরু করলে, দুপুর থেকে সীতাকুণ্ড এলাকায় দেখা দিয়েছে প্রবল ধস। আর সেই ধসের কথা জানতে পেরে সেচ দফতরে আধিকারিক থেকে শুরু করে দাসপুর থানার পুলিস (police) ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। তবে সেখানে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভে সরব সীতাকুণ্ড হয় গ্রামবাসী। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই বাঁধ ভেঙে গেলে দাসপুর ১ ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। শুধু তাই নয়, বাঁধ লাগোয়া রয়েছে একাধিক বসত বাড়ি। সেগুলিও তলিয়ে যাবে ধসে। তাঁদের মূলত অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই প্রশাসনের আধিকারিকদের এই বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তাঁরা এই বিষয়ে কোনও কর্ণপাত করেনি। বর্তমানে ভয়াবহ পরিস্থিতি ধারণ করতেই প্রশাসনের আধিকারিকরা এসেছে। তাঁদের আর্জি, দ্রুত ব্যবস্থা যেন নেয় প্রশাসন।


Follow us on :